এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম (সকল অপারেটর)

    0
    379
    এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম (সকল অপারেটর)
    এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম (সকল অপারেটর)

    টাইটেলঃ এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম (সকল অপারেটর)

    এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম: আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন, যারা এখনো পর্যন্ত এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে অবগত নন। আবার এমন অনেকেই রয়েছেন যারা এটা ভাবতেই পারেন না যে— এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর কোন মাধ্যম বা সিস্টেম চালু রয়েছে। হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের প্রবন্ধে। 

    কেননা আজ আমরা এমবি ট্রান্সফার পদ্ধতি সম্পর্কে আপনাদের জানাবো। মূলত সিম্পল একটা মাধ্যম অবলম্বন করে আপনি আপনার বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন যে কারো মোবাইলে এমবি ট্রান্সফার করে দিতে পারবেন। তবে একেক অপারেটরের সিম কোম্পানি ভিন্ন নিয়মে এমবি ট্রান্সফার করার সুযোগ প্রদান করে থাকেন। আর তাই এজন্য আপনাকে আলাদা আলাদা পদ্ধতিতে এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি ট্রান্সফার করতে হবে। 

    তাহলে আসুন আজকের এই ছোট্ট আলোচনার মাধ্যমে এক মোবাইল থেকে অন্য মোবাইলে কিভাবে এমবি ট্রান্সফার করা যায় এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আশা করছি আমাদের সাজেস্টক কৃত এই ওয়েতে আপনি যে কোন সময় যে কোন মুহূর্তে এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করতে পারবেন। 

    এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম

    আপনি খুব সহজেই সিম অপারেটর সিলেক্ট করে এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠাতে পারবেন। তবে হ্যাঁ, আলাদা অপারেটরে কখনোই এমবি ট্রান্সফার করতে পারবেন না। সচরাচর আপনি যে সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করতে পারবেন তা নিম্মোক্ত:

    • বাংলালিংক থেকে বাংলালিংক সিমে এমবি ট্রান্সফার
    • রবি থেকে রবি সিমে এমবি ট্রান্সফার
    • গ্রামীণফোন থেকে গ্রামীন সিমে এমবি ট্রান্সফার
    • এয়ারটেল সিম থেকে এয়ারটেলে এমবি ট্রান্সফার

    অতএব, এক্ষেত্রে আপনি আলাদা অপারেটরে অর্থাৎ গ্রামীন থেকে বাংলালিংকে এমবি ট্রান্সফার করতে পারবেন না, আবার এয়ারটেল থেকে রবিতেও এমবি ট্রান্সফার করতে পারবেন না। মূলত একই অপারেটর হতে হবে এমবি ট্রান্সফারের ক্ষেত্রে।  অতএব আপনি শুধুমাত্র এমবি ট্রান্সফার করতে পারবেন banglalink to banglalink, এয়ারটেল টু এয়ারটেল, জিপি টু জিপি। 

    এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর উপায়

    এক মোবাইল থেকে অন্য মোবাইলে যেকোনো অপারেটরের ক্ষেত্রে আপনি মূলত তিনটি পদ্ধতিতে MB ট্রান্সফার করতে পারবেন। সেগুলো হলো:

    ✓ কোড ডায়াল এর মাধ্যমে

    ✓মেসেজ এর মাধ্যমে এবং

    ✓ অ্যাপ এর মাধ্যমে

    কোড ডায়াল এর মাধ্যমে এমবি ট্রান্সফার

    আপনি যদি কোড ডায়াল করার মাধ্যমে এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি আদান প্রদান করতে চান তাহলে আপনাকে সেই অপারেটরের নির্দিষ্ট কোড জানতে হবে। সুতরাং আপনি যদি জিপি থেকে জিপি মোবাইলে এমবি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে জিপি এমবি ট্রান্সফার কোড জানতে হবে, আবার রবি থেকে রবি অপারেটরে এমবি ট্রান্সফার করতে চাইলে রবি এমবি ট্রান্সফার করতে জানতে হবে। আর কোডটি সংগ্রহ করলে আপনি খুব সহজেই কোড ডায়াল করার মাধ্যমে যে কারো ফোনে এমবি শেয়ার করতে পারবেন। 

    মেসেজ এর মাধ্যমে এমবি ট্রান্সফার

    কোড ডায়াল করা ব্যতীত আপনি মেসেজের মাধ্যমেও যেকোনো সিম অপারেটরে এমবি ট্রান্সফার করতে পারবেন। কেননা সিম অপারেটরগুলো ইউজারদের জন্য বেশ কিছু প্যাক এলাও করে থাকে। যে প্যাকগুলোর মধ্যে থেকে আপনি যে কোন একটি আপনার পছন্দমত নির্বাচন করে আপনার বন্ধু বা নিকট আত্মীয়কে শেয়ার করতে পারবেন। 

    অ্যাপের সাহায্যে এমবি ট্রান্সফার

    আপনি যদি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে এমবি ট্রান্সফার করতে চান তাহলে অ্যাপ ইন্সটল করার মাধ্যমেও আপনি এই কাজটি করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে সেই অ্যাপ ইন্সটল করতে হবে যে অপারেটর থেকে আপনি অন্যকে ওই একই অপারেটরে এমবি পাঠানোর কথা ভাবছেন। মনে করুন আপনি জিপি সিম থেকে জিপি সিমে এমবি ট্রান্সফার করবেন তাহলে এক্ষেত্রে আপনাকে মাই জিপি অ্যাপ ইন্সটল করতে হবে এবং এর মাধ্যমে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় এমবি শেয়ার করতে হবে।

    ২০২৩ সালে এক সিম থেকে অন্য সিমে এমবি পাঠানোর নিয়ম

    ইতোমধ্যে আমরা এমবি ট্রান্সফার সম্পর্কে অনেকটাই আলোচনা করেছি। এরপর পরবর্তীতে  জানবো কয়টি ধাপে এবং কিভাবে কিভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানো যায় সে সম্পর্কে। আর আপনি নিশ্চয়ই এটা জানবেন– বর্তমানে বিভিন্ন জনপ্রিয় সিম অপারেটর রয়েছে। এরমধ্যে গ্রাহকরা অধিক বেশি ব্যবহার করে থাকে চারটি সিম। যথা:

    • গ্রামীণফোন
    • রবি
    • বাংলালিংক এবং
    • এয়ারটেল

    আর তাই এমবি ট্রান্সফার করার জন্য এই চারটি অপারেটরের ক্ষেত্রেই আপনাকে আলাদা আলাদা পদ্ধতি অবলম্বন করতে হবে। মূলত ২০২৩ সালে দাঁড়িয়ে আপনি খুব সিম্পল ভাবে অল্প সময়ের মধ্যে যে প্রক্রিয়ায় এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠাতে পারবেন সেই নিয়ম সম্পর্কে অবগত হতে পরবর্তী স্টেপ গুলো মনোযোগ সহকারে পড়ুন এবং এখনই ট্রাই করুন এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর।  

    জিপি টু জিপি এমবি ট্রান্সফার | জিপি এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম

    জিপি থেকে জিপি মোবাইলে এমবি ট্রান্সফার পদ্ধতি খুবই সহজ। আপনি যদি মেসেজের মাধ্যমে জিপি টু জিপি এমবি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনাকে ধাপে ধাপে যা যা করতে হবে সেগুলো হলো:

    প্রথমত: মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে

    দ্বিতীয়ত: টাইপ করতে হবে igift <স্পেস> এমবির পরিমান <স্পেস> রিসিভার নাম্বার <স্পেস> আপনার নাম

    তৃতীয়ত: পাঠিয়ে দিতে হবে 5000 এই নম্বরে।

    এক্ষেত্রে মূলত আপনি চারটি প্যাক পাঠাতে পারবেন। কেননা জিপি সিম অপারেটর গ্রাহকদের জন্য চারটি প্যাক এলাও করে রেখেছেন। সেই প্যাকগুলো হলো: 

    • ০৪ এমবি
    • ৭৫ এমবি
    • ২৫০ এমবি
    • ২৯৯ এমবি এবং
    • ১ জিবি

    অপরদিকে আপনি যদি কোড ডায়াল করার মাধ্যমে জিপি সিম থেকে অন্য জিপি সিমে এমবি শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনাকে জিপি সিম অপারেটরের নির্ধারিত কোডের মাধ্যমে এমবি ট্রান্সফার করতে হবে। তবে হ্যাঁ এক্ষেত্রে এমবির ওপরে কোডের সংখ্যার পার্থক্য রয়েছে। 

    ✓ এক জিপি সিম থেকে অন্য জিপি সিমে কোডের মাধ্যমে  ১০ এমবি পাঠাতে হলে আপনাকে ডায়াল করতে হবে – *141*712*11*রিসিভার মোবাইল নম্বর # 

    ✓ এক জিপি সিম থেকে অন্য জিপি সিমে ২৫ এমবি পাঠাতে হলে ডায়াল করতে হবে— *141*712*9*রিসিভারের মোবাইল নম্বর# 

    ✓ এক জিপি সিম থেকে অন্য জিপি সিমে কোডের মাধ্যমে ৬০ এমবি পাঠাতে চাইলে ডায়াল করতে হবে– *141*712*4*রিসিভারের মোবাইল নম্বর#

    তাই গ্রামীন সিম মোবাইল থেকে গ্রামীন সিম মোবাইল অপারেটরে কোড ডায়াল করে এমবি ট্রান্সফার করতে 

    প্রথমত: ডায়াল প্যাডে প্রবেশ করুন

    দ্বিতীয়ত: এমবি অনুযায়ী নির্ধারিত কোডটি বসান

    তৃতীয়ত: ডায়াল বাটনে ক্লিক করুন।

    আবার মাই জিপি অ্যাপের মাধ্যমে আরো সহজে আপনি এমবি ট্রান্সফার করতে পারবেন। এসএমএসে এমবি ট্রান্সফারের ক্ষেত্রে আপনার কিছুটা টাকা খরচ হবে তবে অ্যাপ ইন্সটল করে আপনি যদি এমবি পাঠাতে চান তাহলে কোন প্রকার টাকা খরচ হবে না। এক্ষেত্রে মূলত আপনাকে যা যা করতে হবে তা হলো:

    প্রথমত: মাই জিপি অ্যাপটি ইন্সটল করতে হবে

    দ্বিতীয়ত: অ্যাপ ওপেন করতে হবে

    তৃতীয়ত: অফার এবং প্যাকেজ এই অপশনটি খুঁজতে হবে

    চতুর্থত: অপশনে গিয়ে পছন্দের প্যাক নির্বাচন করতে হবে

    পঞ্চমত: পছন্দের প্যাকটি নিজের বন্ধুর নাম্বারে অথবা সেই নির্দিষ্ট নম্বরে প্রেরণ করতে হবে।

    ব্যাস এটুকুই, মূলত এই সিম্পল ওয়েতে আপনি খুব সহজেই জিপি সিম থেকে অন্য জিপি সিমে এমবি ট্রান্সফার করতে পারবেন।

    বাংলালিংক তো বাংলালিংক এমবি ট্রান্সফার  | বাংলালিংক এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম

    আপনি যদি banglalink থেকে banglalink মোবাইলে এমবি ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে প্লে প্যাকেজের আওতায় আসতে হবে। এক্ষেত্রে মূলত আপনাকে  আপনার ফোন থেকে এসএমএস অপশনে গিয়ে p লিখে 9999 নাম্বারে সেন্ড করতে হবে।  কেননা তাহলেই আপনি প্লে প্যাকেজ এর ইউজার হিসেবে এড হয়ে যাবেন। 

    বাংলালিংক এর ক্ষেত্রে মূলত এই একটি প্রক্রিয়ায় এমবি ট্রান্সফার করা সম্ভব হয়। বাংলালিংক সিম থেকে ৫ এমবি ট্রান্সফার করার জন্য প্রথমত ডায়াল করুন *132*15*. এরপর আপনি যে নম্বরে পাঠাবেন সেটা দেখুন এবং লাস্টে # দিয়ে পাঠিয়ে দিন। ব্যাসই তাহলে আপনার এমবি ট্রান্সফার প্রক্রিয়াটি সম্পন্ন হবে। 

    রবি টু রবি এমবি ট্রান্সফার | রবি এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম

    রবি সিম অপারেটর ইউজারদের জন্য মূলত চারটি ইন্টারনেট প্যাকেজ শেয়ারের জন্য নির্ধারণ করেছে। আর তাই নিম্ন বর্ণিত প্যাকেজগুলো আপনি খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন। যথা:

    • ৩০০ এমবি
    • ২ জিবি
    • ৫  জিবি
    • ও ১০ জিবি

    রবি থেকে রবি সিমে এমবি ট্রান্সফার করার জন্য মূলত নিচের দেওয়া প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পাদন করুন। ব্যাস তাহলে অল্প সময়ের মধ্যেই আপনি রবি থেকে রবি নাম্বারে এমবি ট্রান্সফার করতে পারবেন। 

    ✓ ১০ এমবি পাঠাতে হলে ডায়াল করুন  *141*712*11*  এবং যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার  # যেমনঃ *141*712*11*01809xxxxx4#

    ✓ ২৫ এমবি পাঠাতে হলে ডায়াল করুন  *141*712*9*  এবং যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার  # যেমনঃ *141*712*9*01809xxxxx4#

    ✓ ৬০ এমবি পাঠাতে হলে ডায়াল করুন  *141*712*4*  এবং যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার   # যেমনঃ *141*712*4*01809xxxxx4#

    এয়ারটেল টু এয়ারটেল এমবি ট্রান্সফার | এয়ারটেল সিম থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম

    আপনি যদি এয়ারটেল থেকে অন্য মোবাইলে এমবি শেয়ার করতে চান তাহলে আপনাকে মাই এয়ারটেল অ্যাপ ইন্সটল করতে হবে। আর অ্যাপের সাহায্যে যদি এমবি ট্রান্সফার না করতে চান সে ক্ষেত্রে ধারাবাহিকভাবে নিচে উল্লেখিত পদ্ধতিটি অনুসরণ করুন। বেশ তাহলেই আপনি এয়ারটেল থেকে এয়ারটেল এ এমবি ট্রান্সফার করতে পারবেন। যথা: 

    ✓ ১০ এমবি এর জন্য ডায়াল করুন – *141*712*11*  এবং যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার  # যেমনঃ *141*712*11*01609xxxxx4#

    ✓ ২৫ এমবি  এর জন্য ডায়াল করুন  – *141*712*9*  এবং যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার  # যেমনঃ *141*712*9*01609xxxxx4#

    ✓ এয়ারটেলে ৬০ এমবি ট্রান্সফার করার নিয়ম হলো:  ৬০ এমবি এর জন্য ডায়াল করুন   *141*712*4*  এবং যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার  # যেমনঃ *141*712*4*01609xxxxx4#

    আরো জানতে ডায়াল করুন : *141*1# 

    বিশেষ দ্রষ্টব্য: আপনারা যারা প্রফেশনালি পাবজি বা ফ্রী ফায়ার গেম খেলেন তাদের জন্য সুখবর। কেননা আপনি চাইলে এখনই PUBG UCFree Fire Diamond কিনতে পারেন jubaly.com এই ওয়েবসাইট থেকে। যেখানে পাবেন নানা সুযোগ সুবিধা এবং কোনরকম ঝামেলা ছাড়াই কিনতে পারবেন ফ্রি ফায়ার ডায়মন্ড। তাহলে আর দেরি কেন, দ্রুত ডেলিভারি পেতে এখনই অর্ডার করুন। 

    পরিশেষে: পাঠক বন্ধুরা, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম সম্পর্কে আপনাদের মনে কোন দ্বিধা দ্বন্দ্ব রয়েছে কিনা। সেই সাথে যে কোন পোষ্টের নোটিফিকেশন পেতে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ।

    Leave a Reply