কাদেরিয়া তরীকার মূলনীতি
(১) উচ্চাকাংখার অধিকারী হওয়া,
(২) আল্লাহ পাকের হুরমত সংরক্ষণ করা
(৩) আমল ও খেদমতকে সুন্দর করা,
(৪) দৃঢ় প্রত্যয়ী হওয়া,
(৫) মহান আল্লাহর ছোট বড় সকল নিয়ামতের প্রতি সম্মান প্রদর্শন করা। সুতরাং যে ব্যক্তি উচ্চাকাংখার অধিকারী হবে তার সম্মান বৃদ্ধি পাবে, আর যে ব্যক্তি আল্লাহ পাকের হুরমতগুলো সংরক্ষণ করবে আল্লাহ পাকও তার সম্মান রক্ষা করবেন। যার খেদমত (আমল) সুন্দর হবে তার বুজুর্গী ও মর্যাদা সাব্যস্ত হয়ে যাবে। যে ব্যক্তি তার দৃঢ় মনোভাবকে বাস্তবায়ন করবে তার হেদায়েত (সঠিক পথ প্রাপ্তি) স্থায়ী হয়ে যাবে। যার চক্ষে আল্লাহর নিয়ামত সম্মানিত হবে সে কৃতজ্ঞ বান্দা হিসেবে সাব্যস্ত হবে। আর যে ব্যক্তি কৃতজ্ঞ হবে সে অধিক নিয়ামতের অধিকারী হবে। যেমন তিনি ওয়াদা করেছেন।
لئن شكرتم لأزيدنكم. (ابراهیم-۷۰)
অর্থাৎ “তোমরা যদি আমার নিয়ামতের শোকর কর তাহলে তোমাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দিব।”