চরিত্র-সৌন্দর্য

0
358
চরিত্র-সৌন্দর্য
চরিত্র-সৌন্দর্য

চরিত্র-সৌন্দর্য – দাওয়াতে ইসলামী’ যা খুবই দ্রুত গতিতে উন্নতির সোপানগুলো অতিক্রম করে যাচ্ছে, তাতে নিশ্চয় আশেকে মদীনা কেবলা আমীর-ই-আহলে সুন্নাতের চরিত্র-সৌন্দর্যেরও বিরাট হিস্সা রয়েছে। আর নিশ্চয় আল্লাহ্ (আয্যা ওয়া জাল্লা) তাঁকে সুন্দর চরিত্রের নি’মাত দ্বারা ধন্য করেছেন। তিনি ছোটবড় সবার সাথে অত্যন্ত হাসিমুখে হৃদ্যতাপূর্ণ পন্থায় সাক্ষাৎ করেন। এমন এমন বিষয়, যেগুলোতে অধিকাংশ মানুষ রাগান্বিত হয়ে নিজে বে-সামাল হয়ে যায়, সেখানে তিনি মুচকি হাসতে থাকেন।

এমনও দেখা গেছে যে, রাস্তা দিয়ে চলার সময় তাঁর প্রতি কেউ অশালীন বাক্যবাণ নিক্ষেপ করলে, তিনি রাগান্বিত হবার স্থলে তাঁর মুখ দিয়ে ওই কটুক্তিকারীর জন্যও মাগফিরাত এবং হিদায়তের দো’আর কলেমা জারী হয়ে যায়। তিনি নিজের জন্য রাগ করা কিংবা প্রতিশোধ নেয়ার ঘোর বিরোধী। বহুবার একথা প্রত্যক্ষ করা হয়েছে যে, তিনি যদি কখনো কোন ভক্ত কিংবা মুবাল্লিগকে বকুনি দিয়ে থাকেন পরবর্তীতে তিনি একথা চিন্তা করে যে, সে অন্তরে ব্যাথা পেলো কিনা! তার নিকট থেকে মাফ চেয়ে নেন; বরং বেশীর ভাগ সময় কিছু তোফা দিয়ে তাকে খুশী করে নিতেন।

Leave a Reply