তাবলীগ ও সংস্কার

0
138
তাবলীগ ও সংস্কার

তাবলীগ ও সংস্কার – এই নানা বিশৃঙ্খলার যুগেও বিশ্ব-স্রষ্টা জাল্লাজালালুহুর ভূ-পৃষ্ঠে ইশকে রসূল (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম) এর জীবন-রূপী শরবত বিতরণকারী এমন কামিল পুরুষও মওজুদ রয়েছেন, যিনি আমেরিকা, ইউরোপ ও লণ্ডনের সোনালী স্বপ্নদ্রষ্টাদেরকে মদীনাতুন্নবী (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম)-এর মনোরম মহাসড়কের দিকে ধাবিত করার জন্য সচেষ্ট।

এখনো যমীন এমনসব পবিত্রাত্মাশূন্য হয়নি, যাঁরা ফ্যাশনের বালায় আক্রান্ত লোকদেরকে প্রিয় মোস্তফা (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম)-এর সুন্নাতে করীমার পরিবেশে আবদ্ধ করতে একান্ত উৎসুক। যেসব বদ-নসীব লোক মুসলমান হওয়া সত্ত্বেও বিজাতির সাথে ভালবাসার সম্পর্ক গড়ে তোলার জন্য ফুলে-ফেঁপে বেসামাল হয়ে আছে, তাদের সম্পর্কও আল্লাহ্ তা’আলা আয্যা ওয়া জাল্লা) এবং তাঁর রসূল (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম)-এর সাথে স্থাপনকারীও এ জগতে মওজুদ রয়েছেন। 

নিঃসন্দেহে আমীর-ই-আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস ক্বাদেরী মুদ্দাযিল্লুহুল আলীও ওই মহান ব্যক্তিত্বগুলোর মধ্যে অন্যতম। তিনি বিকৃত মানব-সমাজকে সংশোধনের জন্য রাতদিন কর্ম তৎপর রয়েছেন। তাঁর নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার ফলে অনেক নয়, বরং হাজার হাজার লোক মন্দ কাজগুলো থেকে তাওবা করে সৎ কার্যাদির পথের যাত্রী হয়ে গেছে। তাদের মধ্যে এমন এমন লোকও অন্ত র্ভূক্ত রয়েছে, যারা গতকালও মানুষের মান-সম্মান ও সম্পদ লুণ্ঠন করেছে। আর আজ ওই সমস্ত লোকই মানুষের মান-ইজ্জত ও ধন- সম্পদের সংরক্ষক হয়ে গেছে। বহুসংখ্যক মদ্যপায়ী, হেরোইন ও চরসের

নাপাক নেশায় অভ্যস্থ মানুষ আমীর-ই-আহলে সুন্নাতের বরকতময় সঙ্গ পেয়ে ধন্য হয়েছে এবং তাঁর কৃপাদৃষ্টির প্রভাবে ‘শরাবান তহূরা’য় বিভোর হয়ে সমাজের সম্মানিত ব্যক্তিদের কাতারে শামিল হয়ে গেছে

Leave a Reply