পাঁচ ওয়াক্ত নামাজের বর্ণনা

1
1573
পাঁচ ওয়াক্ত নামাজের বর্ণনা
পাঁচ ওয়াক্ত নামাজের বর্ণনা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পাঁচ ওয়াক্ত নামাজের বর্ণনা- আসসালামুয়ালাইকুম, আল্লাহ সর্ব শক্তিমান। তিনি এক ও অদ্বিতীয়। তার কোন শরিক নেই। আমরা একমাত্র তারই ইবাদাত করি। আর এই ইবাদাতের মূল হচ্ছে নামাজ। নামাজ বেহেসতের চাবি। প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর নামাজ পড়া ফরজ। আর ইসলামের মূল ভিত্তি হচ্ছে ৫টি। তার মধ্যে নামাজ দ্বিতীয়। ফরজ নামাজ মোট ৫ ওয়াক্ত। নিম্নে তা সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো।

নামাজ মোট রাকাত সুন্নত ফরজ সুন্নত নফল বিতি নফল
ফজর
যোহর ১২
আসর    
মাগরিব নাই
এশা ১৭

ফরজ(আল্লাহ পাকের বিধান),সুন্নত (রাসুলে পাক স. এর বিধান), নফল (অতিরিক্ত আমল), ওয়াজিব(আল্লাহ পাক ও রাসুল স. উভয়ের বিধান)

২ রাকাত নামাজ এর নিয়তঃ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকাতাই সালাতি (ফাজরি/যোহরি/আসরি/মাগরিবি/এশায়ি) (সুন্নাতু রাসুলিল্লাহি/ফারদুল্লাহি/নাফলি) তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল ক্বাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার। (নাফলি বললে তায়ালা বোল্টে হয় না)

 ৩ রাকাত নামাজ এর নিয়তঃ (নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহিতায়ালা সালাসা রাকাতাই সালাতি (মাগরি্বি/এশায়ি)(ফারদুল্লাহি/বিতরি ওয়য়াজিবুল্লাহি) তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল ক্বাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার)

৪ রাকাত নামাজ এর নিয়তঃ (নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহিতায়ালা আরবা রাকাতাই সালাতি (যোহরি/আসরি/এশায়ি) (সুন্নাতি/ফারদুল্লাহি) রাসুলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল ক্বাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার)

পাঁচ ওয়াক্ত নামাজের বর্ণ্নায় এখন জানব জায়নামজের দোয়া

জায়নামাজের দোয়াঃ ইন্নি উয়াজ্জাহতু উয়াজহিয়া লিল্লাজি ফাতারাসসামাওয়াতি উয়াল আরদ্বি হানিফা উয়ামা আনা মিনাল মুশরিকিন।

সানাঃ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা উতাওয়া রাকাসমুকা উয়াতায়ালা জাদ্দুকা উয়ালা ইলাহা গাইরুক।

সূরা ফাতিহাঃ আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, আররাহমানির রাহিম,মা-লিকিয়াউ মিদ্দিন, ইয়া কানা’ বুদু উয়া ইয়া কানাসতায়িন, ইহদিনাসসিরাতাল মুস্তাকিম, সইরা ত্বাল্লাজিনা আন আম তায়ালাইহিম, ঘাইরিল মাগদু বিয়ালাইহিম, উয়ালাদ্দুয়াল্লিন।

রুকুঃ আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে।রুকুতে গিয়ে পড়তে হবে {সুবহানা রাব্বিয়াল আযিম (৩বার উত্তম,বেশি পড়লে ভাল)}

সিজদাঃ সামিয়াল্লাহুলিমান হামিদা বলে রুকু থেকে উঠতে হবে। আবার আল্লহু আকবার বলে সিজদায় যেতে হবে। (সিজদার নিয়ম হচ্ছে প্রথমে পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত সোজা রেখে দেহটাকে নিচের দিকে ঝুকিয়ে পরবর্তিতে হাটু ঝুকিয়ে প্রথমে কপাল পরে নাক মাঠিতে লাগানো) সিজদায় গিয়ে পড়তে হবে (সুবহানা রাব্বিয়াল আলা,৩বার উত্তম, বেশি পড়লে ভাল)।

আত্তাহিয়াতুঃ আত্তাহিয়াতু লিল্লাহি উয়াসসালাউয়াতু উয়াত্তাইয়িবাতি আসসালামু আলাইকা আইয়ু হান্নাবিয়ু উউয়া রাহমাতুল্লাহি উয়া বারাকাতুহু আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সুয়ালিহিন, আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু উয়া আসহাদু আন্না মুহাম্মাদান আবদু হুয়া রাসুলুহু।

আল্লাহুম্মা সাল্লিয়ালাঃ আল্লাহুম্মা সাল্লিয়ালা মুহাম্মাদিউ উয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা উয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম্মাজিদ।

আল্লাহুম্মা বারিকালাঃ আল্লাহুম্ম বারিক আলা মুহাম্মাদিউ উয়ালা আলি মুহাম্মাদ কামা বারাক তা আলা ইব্রাহিমা উয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম্মাজিদ।

আল্লাহুম্মা ইন্নি জালামতুঃ আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাছিরা উয়ালা ইয়াগফিরু জুনুবা ইল্লা আনতা ফাগফিরিলি মাগফিরাতাম মিন হিমদিকা উয়ার হামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম।

সালামঃ আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ধন্যবাদ সবাইকে

আজকে এ পর্যন্ত, পোষ্টটি কেমন লাগলো, কমেন্টে জানাতে ভুল্বেন না।

ইসলামিক গল্প

1 COMMENT

Leave a Reply