রাগকে তিন তালাক

0
305
রাগকে তিন তালাক
রাগকে তিন তালাক

রাগকে তিন তালাক তিনি সময় সময় মুবাল্লিগগণকেও এ বলে উপদেশ দিয়ে থাকেন, “যদি তোমাদের দ্বীনের কাজ করতে হয় তবে রাগকে তিন তালাক দিয়ে দাও! কেননা, যার কথায় কথায় রাগ এসে যায় সে দ্বীনের কাজ কখনো করতে পারেনা।” তিনি আরো বলেন, “তোমরা সাক্ষাতকারীদেরকে কিছু যদি দিতেও না পারো, বরং তাদেরকে কোন প্রকার উপকারী কথাও বলতে না পারো, তবুও মনযোগ এবং হাসিমুখে তার সাথে সাক্ষাত করাও তার মন জয় করার জন্য যথেষ্ট।”

তিনি প্রায়শঃ বলে থাকেন, বিড়ালের পিঠের উপরও যদি হাত বুলিয়ে দেয়া হয়, তবে বিড়ালও আপন কোমরকে ধনুকের মতো বাঁকা করে তোমার পায়ের সাথে তার শরীর দিয়ে মালিশ করতে থাকে। যখন একটা বাকশক্তিহীন পশুও তোমার স্নেহ ও মমতা পেয়ে তোমার কদমে লুটিয়ে পড়ে তখন মানুষ,
যাকে আল্লাহ্ তা’আলা (আযযা ওয়া জাল্লা) বিবেক ও বোধশক্তি দিয়েছেন, সে তোমার চরিত্রের সৌন্দর্য দেখে কেনইবা তোমার প্রতি আসক্ত হবেনা ?” তিনি আরো বলে থাকেন, “মনে রেখো! মানুষের মন তলোয়ার দিয়ে নয়, বরং সুন্দর চরিত্র দিয়েই জয় করা যায়।”

Leave a Reply